ক্যাটাগরি

ফরিদপুরে দুদলের সংঘর্ষে একজন নিহত

বুধবার রাতে সালথা
উপজেলার যদুনন্দীর কাইয়ুম মোল্যা ও বোয়ালমারী উপজেলার রুপাপাতের সোনা মিয়ার
সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিহত নান্নু ফকির (৬৫) সালথার
যদুনন্দী গ্রামের হাতেম ফকিরের ছেলে।

ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী
পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, “সংঘর্ষের সময়
ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি আপাতত শান্ত
রয়েছে।”

সংঘর্ষ এড়াতে সেখানে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। 

পুলিশ জানায়, কাইয়ুম
মোল্যা ও সোনা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় বুধবার রাতে
দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা দেশি ধারালো অস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার
করে।