ক্যাটাগরি

বিএনপি এখনও ‘ধ্বংসই’ চায়: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার
বঙ্গবন্ধুতনয় শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার
সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানোর পর দেওয়া বক্তব্যে  তিনি এ কথা বলেন।

ওবায়দুল
কাদের বলেন, “বিএনপি নেতা মির্জা
ফখরুল প্রতিদিনই বলেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে। তার মুখে
শুধু ধ্বংসের বাণী। তিনি শুধু ধ্বংসের কথাই জানেন। 

“কারণ
তারা ক্ষমতায় থাকতে শুধু ধ্বংসই করে গেছেন। এখনো ধ্বংসই চান। আসলে নেতিবাচক
রাজনীতির কারণে বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করছে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ছেলে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জামালের জন্মবার্ষিকীতে তার কথা স্মরণ করে তিনি বলেন, শেখ
জামালের মেধার সঙ্গে এই প্রজন্মে অনেকেই পরিচিত না।

“জন্মদিন
আনন্দের হলেও রক্তাক্ত বিরহের স্মৃতি এতোই বিষাদের যে, আজকে জন্মদিনে আনন্দ ম্লান
হয়ে যাচ্ছে…। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, দিনরাত পড়াশোনায় ডুবে থাকতেন।
তিনি একজন ক্রিকেটারও ছিলেন।”

শেখ
জামালের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ঘটনা বর্ণনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বলেন, “মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ অন্যন্য
সন্তানদের সঙ্গে শেখ জামালও হানাদারদের বন্দিত্ব বরণ করেন।

“কিন্তু
শেখ জামাল অগাস্ট মাসে পাকিস্তানি পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে চলে যান
ভারতের আগরতলায়। সেখানে তিনি ট্রেনিং নেন মুক্তিযুদ্ধের এবং ৯ নং সেক্টরে
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বিজয়ের পর তিনি ফিরে আসেন।”

শেখ
জামাল ‘অত্যন্ত সম্ভাবনাময়’ ছিলেন  উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “সেনাবাহিনীতেও
তার আচরণে, শৃঙ্খলায়, তার প্রতিভায় ঊর্ধ্বতন অফিসাররা সবাই মুগ্ধ ছিলেন।”

এসময়
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে মানবজাতির ইতিহাসে ‘নৃশংসতম’
উল্লেখ করে ওই হত্যাকাণ্ডের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করে তিনি বলেন,  “বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনা ও শেখ রেহানাও দেশে থাকলে বেঁচে থাকার কথা না।”

পঁচাত্তরের
১৫ আগস্ট থেকে এখনো হত্যার রাজনীতির ‘ষড়যন্ত্র চলছে’ দাবি
করে তিনি বলেন, “আজকে বাংলাদেশে এত বছর
পরও হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি। 

“এখনো
২১ আগস্টে যেদিন প্রাইম টার্গেট ছিল শেখ হাসিনা, আজও টার্গেট। শেখ হাসিনার উন্নয়ন
অর্জনে আজকে ঈর্ষান্বিত হয়ে অনেকেই আজকে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জঘন্য
ষড়যন্ত্র করছে।”

১৫
আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা আছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

“পরবর্তীতে
এই সংশ্লিষ্টতা থেকে আমাদের দেশের গণতান্ত্রিক রাজনীতিতে যে অলঙ্ঘনীয় দেয়াল উঠল,
সেই অলঙ্ঘনীয় দেয়াল আজও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে বাঁধা
হয়ে দাড়িয়েছে।” 

হত্যা
ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যকবদ্ধ
হওয়ার আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

আওয়ামী
লীগের পর যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবমহিলা
লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ জামালের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করা হয়।