ইউক্রেইনে সামরিক সহায়তা বাড়ানোর জন্য কিইভের মিত্রদেরকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের আহ্বানের জবাবে এক বক্তব্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সতর্কবার্তা দেন।
মস্কোর সঙ্গে নেটোর সংঘাত এড়িয়ে ইউক্রেইনে অস্ত্র সাহায্য এবং সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা মিত্রদেশগুলো।
তবে পেসকভ বলেছেন, “ইউক্রেইনে ভারি অস্ত্রসহ অন্যান্য সাজসরঞ্জাম বেশি বেশি সরবরাহ করার প্রবণতা ইউরোপ মহাদেশের নিরাপত্তায় হুমকি এবং তা অস্থিতিশীলতা উস্কে দিতে পারে।”
কোনো দেশ ইউক্রেইনের যুদ্ধে হস্তপেক্ষ করার চেষ্টা করলে ‘বিদ্যুৎ গতির’ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেওয়ার পরই ক্রেমলিনের এই সতর্কবার্তা এল।
ইউক্রেইনের পশ্চিমা মিত্ররা দেশটিতে অস্ত্র সরবরাহের পদক্ষেপ জোরদার করেছে আর ইউক্রেইনে যেন রাশিয়াকে পরাজিত করতে পারে তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার জার্মানিতে এক সম্মেলনে পশ্চিমা দেশগুলো ইউক্রেইনে সামরিক সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পরদিন পুতিন ওই হুঁশিয়ারি জানান।