আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে খেলবে রিয়াল। ৩৩ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে বার্সেলোনা।
এই দুই দলের মধ্যে ১৫ পয়েন্টের ব্যবধান থাকায় বাকি পাঁচ রাউন্ডে শিরোপা নিশ্চিত করতে রিয়ালের দরকার মাত্র ১ পয়েন্ট। লিগ টেবিলের ১৩ নম্বর দল এস্পানিওলের বিপক্ষেই লক্ষ্য ছোঁয়ার আশায় আছে তারা। প্রতিপক্ষের সাম্প্রতিক বাজে ফর্মও রিয়ালের সম্ভাবনার পালে বাড়তি হাওয়া জোগাচ্ছে; ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট পাওয়া কাতালান দলটি তাদের সবশেষ চার লিগ ম্যাচের তিনটিতেই হেরেছে।
লিগ শিরোপা জয়ের উদযাপনের প্রভাব পড়তে পারে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে, এমনটা ভাবার লোকের সংখ্যাও কম নয়। কেননা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা পিছিয়ে আছে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বিষয়টি দেখছেন ভিন্ন ভাবে। তার মতে, আগেভাগে লিগ শিরোপা জয়ে তাদের মনোবল আরও বাড়বে।
“আমরা যদি শনিবার শিরোপা জিততে সক্ষম হই, তাহলে অবশ্যই আমরা উদযাপন করব, কারণ আমি মনে করি এটি ম্যান সিটি ম্যাচে আমাদের সাহায্য করবে।”
স্পেনের রাজধানী মাদ্রিদের কর্মকর্তারা এরই মধ্যে সিবেলেস ফোয়ারাতে একটি পার্টি আয়োজনের প্রস্তুতির অনুমোদন দিয়েছে। এই সিবেলেস স্কয়ারে রিয়াল ঐতিহ্যগতভাবে ক্লাবের সাফল্য উদযাপন করে থাকে।
সিবেলেস ফোয়ারার চারপাশে একটি মঞ্চ তৈরি করতে আগামী শুক্রবার দিনের শুরু থেকেই মাদ্রিদে ট্র্যাফিক বিধিনিষেধ জারি করা হবে। বিভিন্ন শিরোপা উদযাপনে ছাদ খোলা বাসে করে সান্তিয়াগো বের্নাবেউ থেকে এই নির্দিষ্ট স্থানে ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগ দেন রিয়ালের খেলোয়াড়রা। ক্লাবটির ঐতিহ্যের অংশ এটি।
২০২০ সালে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর প্রথমবারের মতো কোভিড-১৯ বিধিনিষেধ ছাড়া দলের সঙ্গে উদযাপনে যোগ দেবেন রিয়ালের সমর্থকরা। ২০১৯-২০ মৌসুমে সবশেষ লিগ জিতেছিল রিয়াল, সেটা ছিল লকডাউনের মধ্যে।
ধারণা করা হচ্ছে, আগামী বুধবারের সিটি ম্যাচকে সামনে রেখে এস্পানিওলের বিপক্ষে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন আনচেলত্তি। চোটের কারণ গত মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে খেলতে না পারা কাসেমিরোর পাশাপাশি বিশ্রাম পেতে পারেন লুকা মদ্রিচ, ফেরলঁদ মঁদি, ডাভিড আলাবা ও করিম বেনজেমা।