ক্যাটাগরি

বাবার সঙ্গে মায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন করুন, অনুরোধ নুহাশের

মঙ্গলবার রাতে প্রথম আলোর ফেইসবুক পেইজে সরাসরি প্রচারিত ওই সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, হুমায়ূন আহমেদের পুত্র না হলে আপনি এখানে থাকতেন বলে মনে হয় কি না।

বিষয়টি নিয়ে এক ফেইসবুক পোস্টে নুহাশ ক্ষোভ জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

ঘটনার একদিন পর আরেক ফেইসবুক পোস্টে নুহাশ তার জীবনে বাবার সঙ্গে মায়ের ভূমিকাও তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, “আমি বলতে দ্বিধা করব না, আমার বাবার অর্জনের পিছনেও আমার মায়ের ভূমিকা অপরিসীম। আমার মনে হয়, গুলতেকিন খানকে ছাড়া হুমায়ূন আহমেদ বা নুহাশ হুমায়ূন কেউই সামনে এগিয়ে যেতে পারত না।

“তাই আমার অনুরোধ থাকবে, কেউ আমার জীবনে আমার বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন করার সাথে সাথে মায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন করুন।”

সেই সঙ্গে বাক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাইলে সংবাদকর্মীদের আগেই তা জানানোর অনুরোধ করেছেন নুহাশ।

সেই অনুষ্ঠানের পর এক ফেইসবুক পোস্টে নুহাশ হুমায়ূন লেখেন: “তোমাদের কী মনে হয় সানডেন্স, বুসান, এসএক্সএসডব্লিউ, মার্শে দ্যু ফিল্ম বাপের নাম দেখে প্রোগ্রামে আমন্ত্রণ জানায়?”

বিষয়টি নিয়ে অনুষ্ঠানের সঞ্চালক সারা ফ্যায়রুজ যাইমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুহাশ হুমায়ূনকে ‘ছোট করার’ কিংবা তার খারাপ লাগে এমন কিছু বলার কোনো উদ্দেশ্য তার ছিল না।

“তারপরও যদি তার (নুহাশ হুমায়ূন) কোনো কিছু খারাপ লেগে থাকে, তার প্রতি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আসলেই খারাপ লাগানোর কোনো ইনটেনশন ছিল না। যারা এটা নিয়ে কথা বলছেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, পুরো ইন্টারভিউ দেখলে জিনিসটা অনেকটাই ক্লিয়ার হবে।”

নুহাশকে সমর্থন জানিয়ে তার মা গুলতেকিন খান, বোন নোভা আহমেদ, অভিনেত্রী অপি করিম, পিয়া জান্নাতুল, কাজী নওশাবা আহমেদসহ আরও অনেকে সরব হয়েছেন ফেইসবুকে।