ক্যাটাগরি

দাতব্য প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাচ্ছে ‘নগদ ইসলামিক’-এ

বৃহস্পতিবার নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকদের জন্য ‘নগদ
ইসলামিক’ অ্যাপের মাধ্যমে ইসলামিক ও
জাকাত গ্রহণ করে এমন প্রতিষ্ঠানে সরাসরি জাকাত ও দান করার সুযোগ রয়েছে।

যে সব প্রতিষ্ঠানে নগদ ইসলামিক এর মাধ্যমে জাকাত দেওয়া যাচ্ছে,
সেগুলো হল- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন,
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া
ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা
ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ–জাকাত
ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল–রোগী
কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

জাকাত ছাড়াও নগদ গ্রাহকেরা সারা বছর আরও বেশকিছু প্রতিষ্ঠানে অনুদান
দিতে পারবেন।

সে প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জাগো ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ
ফাউন্ডেশন, আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, চাইল্ড ফাউন্ডেশন, আমার বাংলাদেশ
ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, মিশন সেইভ বিডি, অ্যাম্বাসি অব দ্য
স্টেট অব প্যালেস্টাইন বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাস, বিদ্যানন্দ ফাউন্ডেশন, ইটস
হিউম্যানিটি ফাউন্ডেশন ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের সুবিধায় জাকাত ক্যালকুলেশনের সুবিধাও
চালু করেছে ‘নগদ ইসলামিক’-এ।
গ্রাহকেরা ‘নগদ ইসলামিক’ অ্যাপ
অথবা ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর অপশনটি বাছাই করে বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ
এবং ঋণসহ পুরো বছরের সম্পদের পরিমাণের তথ্য দিয়ে জাকাতের সঠিক পরিমাণ
স্বয়ংক্রিয়ভাবে জেনে নিতে পারছেন।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “নগদ
ইসলামিক-এর মাধ্যমে জাকাতের মতো মহতি উদ্যোগের সঠিক ব্যবস্থাপনার সুযোগ করে দিতে
পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি পবিত্র রমজান মাসে গ্রাহকেরা এই প্ল্যাটফর্মের
মাধ্যমে নিশ্চিন্তে এবং স্বতঃস্ফূর্তভাবে জাকাত প্রদান করবেন, যার ফলে দেশে
সুবিধাবঞ্চিত মুসলমান সম্প্রদায় উপকৃত হবেন।”