বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে এ ঘটনা ঘটে বলে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান।
মৃতরা হল- পেরুল গ্রামের কৃষক মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান হোসেন (৬) ও মো. রোহান হোসেন (৪)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার সকালে দুই ছেলেকে নিয়ে সাখাওয়াত ধান কাটতে মাঠে যান। পরে বেলা বাড়লে সাখাওয়াত দুই ছেলেকে বাড়ি চলে যেতে বলেন। এরপর দীর্ঘ সময় পরেও দুই ভাই বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তাদের পরিবারের লোকজন। এক পর্যায়ে এলাকার আশপাশে মাইকিংও করা হয়।
এরপর বিকাল ৪টার দিকে স্থানীয়রা ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের মধ্যে পানিতে দুই ভাইকে ভাসতে দেখে তাদের বাড়ির লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী মৃত অবস্থায় তাদের উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই ভাইয়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। রাতেই ওই শিশুদের তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশুদের বাবা সাখাওয়াত বলেন, “দুই মাস আগে পেরুল গ্রামের দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি ড্রেজার মেশিনের বালু উত্তোলন করে বিক্রি করেছেন। তিনি গর্তের চারপাশে নিরাপত্তা বেষ্টনি দিলে এ ঘটনা ঘটতো না।”
এ বিষয়ে স্থানীয় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। বালু উত্তোলনকারী দীন মোহাম্মদকে আগেই সতর্ক করেছি, যেন গর্তের পাশে নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু সে অবহেলা করেছে। এটা নিয়ে বসব।”
তবে অভিযোগের বিষয়ে দীন মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।