ক্যাটাগরি

বগুড়ায় ওভারটেকের সময় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া-ঢাকা মহাসড়কে
উপজেলার ভবানিপুর ইউনিয়নের ঘোগা বটতলায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর
হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম জানান।

নিহতরা হলেন- নওগাঁর
বাসিন্দা ও একতা পরিবহনের সুপারভাইজার মিন্টু এবং বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা
ইউনিয়নের চাড়ালকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল ওয়ারেছ।

পরিদর্শক
বলেন, একতা পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রংপুর যাচ্ছিল। আর রিজভী
পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। রিজভী পরিবহনের বাসটি বেপরোয়া ওভারটেকিং করতে যাওয়ায়
এই দুর্ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে
একতা পরিবহনের সুপারভাইজার মিন্টুকে গুরুতর অবস্থায় বগুড়া সম্মিলিত সামরিক
হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়ারেছ মারা
যান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এখন সেখানে চিকিৎসাধীন আছেন
বগুড়া সদরের রফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, নওগাঁর চকমহাদেব এলাকার বাসিন্দা ও
একতা বাসের চালকের সহকারী (হেলপার) সবুজ, রংপুরের হোসনে আরা।

দুটি বাস
পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা হয়েছে।

বগুড়া
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টায় শেরপুরের
দুর্ঘটনার আহত পাঁচজনকে ভর্তি করা হয়। ৯টার দিকে আব্দুল ওয়ারেছ মারা যান। তার মরদেহ
হাসপাতালের মর্গে আছে।