ক্যাটাগরি

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে ৭০০ গাড়ির জট

নৌপথটির
দুটি ফেরি বিকল আর সচল ফেরিগুলোও আকারে ছোট হওয়ায় এ জট লেগেছে বলে নরসিংহপুর বিআইডাব্লিউটি
ব্যবস্থাপক মো. আব্দুল মোমিন জানান।

তীব্র
গরমে প্রায় তিন দিন ধরে আটকরা পড়ায় অনেক মাল পচে যাচ্ছে বলে পণ্যবাহী যান চালকরা
অভিযোগ করেছেন।

খুলনার
ট্রাকচালক মনির মিয়া, যশোরের হাসান, কাদির মিয়া, বরিশালের চান মিয়া গত তিন দিন
নরশিংহপুর ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছেন বলে জানান।

তাদের
ভাষ্য অনুযায়ী, খুলনা, যশোর, ফরিদপুর, গোপাললগঞ্জ, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
২১ জেলা থেকে পেঁয়াজ, তরমুজ, কলা প্রভৃতি পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছেন তারা।

এসব
পণ্য পচে ব্যাপক ক্ষতির আশঙ্কাসহ দুর্ভোগ পোহাচ্ছেন এই চালকরা।

স্থানীয়
চরসেনসাস ইউনিয়ন পরিষদ সদস্য মালেক মিয়া বলেন, “অন্যান্য নৌপথে পণ্যবাহী যান
পারাপার বন্ধ থাকায় এই ফেরিঘাটে চাপ বেড়েছে বলে শুনেছি।”

পণ্যবাহী
যানের জট থাকলেও যাত্রীবাহী গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছে বলে তিনি জানান।

বিআইডাব্লিউটি
ব্যবস্থাপক আব্দুল মোমিন বলেন, “হঠাৎ পণ্যবাহী যানের চাপে জট লেগেছে। তাছাড়া সাতটি
ফেরির মধ্যে দুটি বিকল থাকায় এবং সচল ফেরিগুলো ছোট হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।”

বিকল
ফেরিগুলো মেরামতের পর জট খুলবে কিনা জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “গাড়ির চাপ আরও কয়েক দিন থাকবে। বিকল ফেরিগুলোও সচল হয়ে দ্রুতই বহরে যুক্ত
হবে।”

তাছাড়া
অন্যান্য নৌপথে পণ্যবাহী যান চলাচল শুরু হলে চাপ কমে যাবে বলে তার দাবি।