গাজীপুরের সালনা নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ে শুক্রবার আসরের
নামাজের পর সর্বশেষ জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
এর আগে জুমার নামাজের পর গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে
জানাজা নামাজে কযেকহাজার মানুষ অংশ নেয়।
গাজীপুর
সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মান্নান ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে
প্রতিমন্ত্রী ছিলেন।
বিএনপির
গাজীপুর জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
৭২
বছর বয়সে বৃহস্পতিবার ঢাকার গুলশানেরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা
যান মান্নান।
রাজনীতি
শুরুর আগে অধ্যাপনা করতেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অধ্যাপনা থেকে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক
দলে (জাগদল) যোগ দিয়ে রাজনীতিতে নামেন। এই জাগদলই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর
জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে আত্মপ্রকাশ করে।
অধ্যাপক
এম এ মান্নানের জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-৩
আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, জেলা
প্রশাসক আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, জেলা বিএনপি
সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার অংশ
নেন।
এ
সময় অধ্যাপক এম এ মান্নানের ছেলে মনজরুল করীম রনি তার বাবার জন্য দোয়া চান।
তার
মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে গাজীপুর জেলা বিএনপি।