আলাইপুর ব্রিজ এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে রূপসা
থানার ওসি মোশাররফ হোসেন জানান।
নিহত ফিরোজ আহমেদে যশোরের ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের খন্দকার
মফিজুর রহমানের ছেলে। ফিরোজ আরআরএফ নামে একটি এনজিওর মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কয়লাবোঝাই
ট্রাকটি খুলনা থেকে আলাইপুর সেতু পার হয়ে রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার
ইটভাটায় যাওয়ার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মোশাররফ।