উপজেলার বান্দল গ্রামে ‘মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন’ তাদের
কার্যালয় চত্বরে শুক্রবার এই আয়োজন করে।
এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের হাতে
চিনি, সেমাই, দুধ, পোলাও চালসহ ১০টি পণ্য ও নগদ ৫০০ টাকা করে তুলে দেন।
কোটালীপাড়ার ইউএনও ফেরদৌস ওয়াহিদ বলেন, মারুফ সমাজকল্যাণ
ফাউন্ডেশন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
ইউএনও বলেন, তাদের জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তাছাড়া মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের মত অনেকেই এই শিশুদের নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ বলেন, মারুফ
সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন মানবসেবামূলক কাজ করছে। তাদের এ কর্মকাণ্ড
প্রশংসনীয়।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার
আহ্বান জানান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, প্রতি বছরই
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এই ঈদে
৪০০ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ২০০ দরিদ্র পরিবারকে ঈদসামগ্রী ও প্রত্যেককে নগদ ৫০০
টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, বীর
মক্তিযোদ্ধা লুৎফর রহমান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, শ্রমিক লীগ নেতা বশির
বিন সামচুদ্দিন উপস্থিত ছিলেন।