ক্যাটাগরি

ইউক্রেইন থেকে ১০ লাখেরও বেশি লোককে ‘রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে’

ইউক্রেইনের আরও ২৮ লাখ মানুষ
তাদেরও রাশিয়ার সরিয়ে নিতে বলেছেন বলে শনিবার প্রকাশিত এক মন্তব্যে জানিয়েছেন ল্যাভরভ।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা
সিনহুয়ার কাছে করা ল্যাভরভের মন্তব্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত
হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।  

রাশিয়া সমর্থিত ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী
অঞ্চল তথাকথিত দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র থেকে যে ১০ লাখ ২০ হাজার লোককে রাশিয়ায়
নেওয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার বিদেশি রয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আক্রমণ
শুরু করার আগে রাশিয়া এসব বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি
দিয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী,
রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনের ৫৪ লাখেরও বেশি বাসিন্দা প্রতিবেশী দেশগুলোতে
পালিয়ে গেছে। 

মস্কোর দাবি, প্রতিবেশী দেশটিকে
নিরস্ত্র ও নব্যনাৎসীমুক্ত করতে সেখানে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে তারা। কিন্তু বিনা প্ররোচনায় আগ্রাসন চালানোর
জন্য রাশিয়া এ অজুহাত ব্যবহার করছে বলে অভিযোগ কিইভ ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর।

মস্কো তাদের নাগরিকদের জোরপূর্বক
রাশিয়ায় নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেইন।

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী
মারিউপোলসহ বেশ কিছু যুদ্ধকবলিত এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ বারবার
ভেস্তে যাচ্ছে, এ নিয়ে দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করে আসছে।

ল্যাভরভ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র
ও নেটো ইউক্রেইন সংকট সমাধান করতে ‘সত্যিই’ আগ্রহী হয় তবে তাদের কিইভকে অস্ত্র সরবরাহ
বন্ধ করা উচিত।