ক্যাটাগরি

প্রবীণ রাজনীতিক জুবেদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এম জুবেদ আলী।

এম জুবেদ আলী।

এক
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এম জুবেদ আলীর মৃত্যুতে
দেশ ও জাতি এক বিজ্ঞ জননেতাকে হারাল।”

প্রধানমন্ত্রী
প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর
সমবেদনা জানান।

নেত্রকোণার
সাবেক সংসদ সদস্য জুবেদ আলী বার্ধক্যজনিত কারণে শনিবার মারা যান।

জুবেদ আলী
১৯৭০ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক  পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে
জয়ী হয়েছিলেন। ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন। এরপর ১৯৮৬ ও
১৯৯১ সালেও তিনি আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।

ময়মনসিংহ
জেলা আইনজীবী সমিতিতে ১১ বার সভাপতি ছিলেন জুবেদ আলী।