ক্যাটাগরি

পিরোজপুরে অস্ত্রের মুখে তুলে নিয়ে গৃহবধূকে ’দলবেঁধে ধর্ষণ’

উপজেলার একটি গ্রামে শুক্রবার রাতে
এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান।

পিরোজপুর জেলা সদর হাসপাতালে
চিকিৎসাধীন গৃহবধূ (১৮) শনিবার সাংবাদিকদের বলেন, তার স্বামী ঢাকায় চাকরি করেন। এ
জন্য তিনি তার বাবার বাড়িতে থাকেন। কয়েকদিন ধরে কুমিরমারা-বেকুটিয়া ফেরিঘাট এলাকার
মাঈনুল নানা প্রলোভন ও উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি তাতে সাড়া দেননি। 

শুক্রবার রাতে গৃহবধূর বাবা ঘরের
বাইরে ছিলেন। তখন মাঈনুল ও তার কয়েকজন সহযোগী অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।
পরে পাশের একটি বাগানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এক সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ভোরে জ্ঞান ফেরার পর তার
চিৎকার ও কান্না শুনে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।

ওসি মাসুদুজ্জামান বলেন,
গৃহবধূকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে
বলে জানায় পুলিশ।