ক্যাটাগরি

আমিরাতে বাংলাদেশি সুগন্ধি কোম্পানির ইফতার আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী

বাংলাদেশি মালিকানাধীন ওই প্রতিষ্ঠানটি আমিরাতের আজমানে প্রতিষ্ঠানের কারখানা প্রাঙ্গণে বৃহস্পতিবার ওই ইফতারের আয়োজন করে।

এতে প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের সমাবেশ ঘটে। বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরান  খতম ও দোয়া পাঠ করা হয়।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুলাহ আলী আব্দুল্লাহ আল হাম্মুদি। তিনি  এই ‘অনন্য’ ইফতার আয়োজনের জন্য হারামাইন পরিবারকে ধন্যবাদ জানান।

কোভিড-১৯ পরবর্তী বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে বিশাল এ আয়োজনের মাধ্যমে  আল হারামাইনের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমানের কন্যা মুনিরা রহমান।

পরে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।

তিনি বলেন, “দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা  অংশ নিয়েছেন তাতেই আমি আনন্দিত।”

১৯৭০ সালে আমিরাতে প্রথম সুগন্ধি ব্যবসায় সম্পৃক্তির  পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমেই বৃদ্ধি পায়।

প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র  এবং যুক্তরাজ্য জুড়ে অসংখ্য আধুনিক পারফিউম আউটলেটের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছে সুগন্ধি প্রিয়দের হৃদয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!