ক্যাটাগরি

বায়ার্নে পরিবর্তনের আভাস দিলেন নাগেলসমান

আলিয়াঞ্জ অ্যারেনায় গত ২৩ এপ্রিল বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দশম শিরোপা জেতে বায়ার্ন।

চ‍্যাম্পিয়নের বেশে খেলতে নেমে মাইন্সের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে জার্মানির সফলতম দলটি। পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা দলের বিপক্ষে তাদের পারফরম‍্যান্স ছিল হতাশাজনক।

নাগেলসমান মনে করেন, লিগে টানা সাফল্যের জন‍্য হয়তো খেলোয়াড়দের মধ্যে লড়াকু মানসিকতার ঘাটতি ছিল এই ম‍্যাচে।

“চলতি মৌসুমে আমাদের এই ধরনের অনেকগুলো পারফরম্যান্স এবং হার রয়েছে। আমার কাছে এর একটা ব্যাখ্যা আছে, কিন্তু আমি তা বলব না। এটা মিডিয়ার জন্য নয়। আমি এটা দলের ভেতরে বলি।”

“টানা দশম শিরোপা জয়ের পর ভুল করাটা স্বাভাবিক ব্যাপার, তবে আমাদের এখনও ক্লাবের ব্যাজের জন্য খেলতে হবে। মনে হচ্ছে আমাদের আবেগটা আসলেই আর নেই। আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে কিছু পরিবর্তন করা দরকার। আমরা এখন ঠিক সেই জায়গায় আছি।”

৩২ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৭৫। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে ডর্টমুন্ড।