বাংলাদেশে কবে ঈদ হবে,
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সে সিদ্ধাত হবে। তবে শনিবার সৌদি
আরবসহ কিছু দেশে চাঁদ দেখা যাওয়ায় সেসব দেশে সোমবার ঈদ হবে।
চট্টগ্রামের বেশ কয়েকটি
এলাকার বাসিন্দারা বরাবরই আরবের সাথে মিল রেখে রোজা, ঈদসহ অন্যান্য ধর্মীয়
আনুষ্ঠানিকতা সারেন। সে অনুযায়ী সোমবারই ঈদ করবেন তারা।
জেলার চন্দনাইশ উপজেলার
সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. সারোয়ার
হোসেন চৌধুরী বলেন, সাতকানিয়ার মির্জা খীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব
মতে বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ, রোজাসহ সকল ধর্মীয় অসুশসন
পালন করে আসছেন শত বছর ধরে।
“দরবারের অনুসারীরা
সোমবার ঈদ করবেন, সকালে দরবা শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে, তাতে
ইমামতি করবেন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।”
সাতকানিয়ার মির্জাখীল,
এওচিয়া, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারলা, কাঞ্চননগর, বাদামতল,
পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারিতেও আরবের
সাথে মিল রেখে সোমবার ঈদ হবে।
একইভাবে ঈদ করবে
বাঁশখালীর চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদণ্ডী, চর বরমা, আলী নগর,
পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুমছড়া,
বরকল, তৈলার দ্বীপসহ আরও কিছু গ্রামের মানুষ।
এছাড়া কক্সবাজার জেলার
চকরিয়া, টেকনাফ, মহেশখালী, হ্নীলা, কুতুবদিয়া, বান্দরবানের লামা, আলিকদম ও
নাইক্ষ্যংছড়ি উপজেলা, ঢাকা, ফেনী, ময়মনসিংহ বরিশাল, পটুয়াখালীসহ বেশকিছু জেলার
বাসিন্দাও সোমবার ঈদ পালন করবেন।
আরও পড়ুন: