ক্যাটাগরি

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

লাকসাম-নোয়াখালী রেলপথের লাকসাম পৌর শহরের
দৌলতগঞ্জ বাজার এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার
জানান, নিহতের পরিচয় শনাক্ত হয়নি। তার
বয়স ২২ হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে নোয়াখালী এক্সপ্রেস
ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। ওই যুবক ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিল বলে
ধারণা করা হচ্ছে।

মরদেহ লাকসাম রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।