ক্যাটাগরি

ইউক্রেইনে আকস্মিক সফরে ন্যান্সি পেলোসি

রাশিয়ার আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র ইউক্রেইনের পাশে আছে সে বার্তা দিতেই কিইভ সফর করেছেন বলে রোববার জানিয়েছেন তিনি।

জেলেনস্কি সশস্ত্র সেনা প্রহরায় প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে পেলোসিকে স্বাগত জানান। পেলোসির সফরসঙ্গী হিসাবে কিইভে গেছেন কয়েকজন আইনপ্রণেতাও।

এক বিবৃতিতে পেলোসি বলেছেন, “আমাদের প্রতিনিধিদল কিইভ সফর করেছে গোটা বিশ্বকে এই সুনির্দিষ্ট এবং নির্ভুল বার্তা দিতে যে, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইউক্রেইনের পাশে আছে।”

এর আগে গত সপ্তাহের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন কিইভ সফর করে এসেছেন।

এবার স্পিকার পেলোসি সেখানে সফরে গেলেন। তিনি জানান, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে জনগণকে অনেক মূল্য দিতে হচ্ছে । এ পরিস্থিতিতে ইউক্রেইনের আরও নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সাহায্য দরকার বলে জেলনস্কি তাকে স্পষ্ট করে জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের প্রতিনিধিদল এই বার্তাই দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সহায়তা আসছে।”

গত শুক্রবার পেলোসি বলেছিলেন, ইউক্রেইনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ৩ হাজার ৩শ’ কোটি ডলারের প্যাকেজ যত দ্রুত সম্ভব পাস হওয়ার আশা প্রকাশ করেন।

পেলোসির সঙ্গে একটি ভিডিও শেয়ার করে টুইটারে জেলেনস্কি বলেন, “রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেইনের জন্য শক্তিশালী সমর্থনে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশের ভৌগলিক অখন্ডতা এবং সার্বভৌমত্বের সুরক্ষায় সহায়তা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।”