ক্যাটাগরি

বুচায় নৃশংসতায় জড়িত রুশ সেনাদের চিহ্নিত করেছে ইউক্রেইন

বিষয়টি মোটেও সহজ ছিল না। ইউক্রেইনের তদন্তকারীরা এ সপ্তাহে রেডিওতে আড়িপেতে, স্যাটেলাইটে তোলা ছবি, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ঘেঁটে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এমনকী স্যোশাল মিডিয়া পোস্টের ভিত্তিতে এই সেনাদের চিহ্নিত করেছেন।

ইউক্রেইনের কর্মকর্তারা এই ১০ রুশ সেনার পরিচয় এবং ছবি প্রকাশ করেছেন। তারা বলছেন, ইউক্রেইনের রাজধানী কিইভের উত্তরাঞ্চলীয় শহরতলী বুচায় এই সেনারা যুদ্ধাপরাধ করেছে।

ইউক্রেইনের আইনপ্রয়োগকারী কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন সেই সেনাদের খুঁজে বের করার, যারা গত মার্চে বুচা শহর রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময় ত্রাস সৃষ্টি করেছিলেন। ওই সময় সেখানে কমপক্ষে ৪০০ নিরীহ মানুষ নিহত হয়েছিল।

নেতৃত্বস্থানীয় একজন কৌঁসুলি বলেছেন, “এটি খুবই কঠিন। আমাদেরকে একটু একটু করে তথ্য খুঁজে বের করে সেগুলোকে একসঙ্গে সমন্বয় করতে হবে।”

কৌসুঁলিরা বলছেন, তারা প্রত্যক্ষদর্শী এবং নৃশংসতার শিকার হওয়াদেরকে ওই ১০ রুশ সেনার ছবি দেখিয়েছেন, যাতে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় এবং এই সেনারাই নৃশংসতায় জড়িত ছিল বলে তারা বিশ্বাস করেন।

বুচায় ভয়াবহতার রেশ এখনও কাটেনি। গত মার্চের শেষে রুশ সেনারা ওই শহর ছেড়ে চলে যাওয়ার পর সেখানে শত শত বেসামরিক নাগরিকের লাশ পাওয়া গিয়েছিল।

তাদের অনেককেই মাথার পেছনে গুলি করে মারা হয়েছিল। অনেকের হাত পেছনদিকে বাঁধা ছিল। নারীরা ধর্ষণের শিকার হয়েছে এবং শিশুদেরকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।