ক্যাটাগরি

ইমরান খানের বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনে মামলা, গ্রেপ্তারের হুমকি

সৌদি আরবে মদিনার পবিত্র মসজিদে নববিতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের লক্ষ্য করে ইমরান সমর্থকদের অবমাননাকর স্লোগান ও হেনস্তার ঘটনায় এই মামলা করা হয়েছে।

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা এফআইআর এর অনুলিপি প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারা (কোনও ধর্মকে অবমাননার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি বা তার পবিত্রতা নষ্ট করা) এবং ২৯৫-এ ধারা (ইচ্ছাকৃত বা বিদ্বেষমূলকভাবে ধর্মীয় বিশ্বাসকে অপমান করার মধ্য দিয়ে কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা), ২৯৬ ধারা (ধর্মীয় সমাবেশে বাধা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি) ও ২০৯ ধারায় (এ ধরনের কাজে উস্কানি দেওয়া) এ মামলা হয়েছে।

ফয়সালাবাদের মোহাম্মদ নাইম নামের এক ব্যক্তির দায়ের করা এই মামলার এজাহারে ইমরান খানের পাশাপাশি পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, শাহবাজ গিল, কাসিম সুরি, সাহিবজাদা জাহাঙ্গীর, আনিল মুসারররাত, পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ, তার ভাগ্নে শেখ রশিদ শফিকের নাম উল্লেখ করা হয়েছে। মোট ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ইমরান খান, শাহবাজ গিল, ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ আহমেদ ও কাসিম খান সুরি ষড়যন্ত্র করেছেন এবং এর আওতায় পিটিআই এর অন্যান্য নেতারা তখন সৌদি আরবে তাদের প্রতিনিধিদের পাঠিয়ে মসজিদে নববিতে ওই ঘটনা ঘটিয়েছেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, মসজিদে নববিতে জিয়ারতে যাওয়া মানুষজনকে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হয়েছে। এ ঘটনা ঘটাতে কিছু মানুষ ব্রিটেন থেকে সৌদি আরবে গেছে। তারা যা করেছে তার কোনও ক্ষমা হয়না। যারা ‘রওজা-ই-রাসুলের’ পবিত্রতা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে মামলা না করারও কোনও যুক্তি নেই।

স্যোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার দলবল গত বৃহস্পতিবার মসজিদে নববিতে পৌঁছানোর পরপরই শত শত মানুষ তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান থেকে সেখানে যাওয়া কিছু হাজি শাহবাজ ও তাদের দলবলকে লক্ষ্য করে ‘চোর চোর’, ‘গাদ্দার’ (দেশদ্রোহী) স্লোগান দিতে থাকে। সৌদি কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযোগনামায় বলা হয়, এ ঘটনা ‘পুরোপুরি সুপরিকল্পিত এবং ষড়যন্ত্র করেই’ করা হয়েছিল। এ ধরনের ‘গুণ্ডামি এবং স্লোগান’ দেওয়ার মামলায় ইমরান খান নিশ্চিতভাবে গ্রেপ্তার হবেন বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ।