ক্যাটাগরি

বাকলিয়ায় যুবক খুন

বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকায় রোববার রাতে এ হত্যাকাণ্ ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. ইমন (২৬) বজ্রঘোনা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ছুরিকাঘাতে আহত মো. আসিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস খানেক আগে রিয়াদ নামে অন্য এক যুবকের সঙ্গে ইমনের ‘হাতাহাতির ঘটনা’ ঘটেছিল। সে বিরোধের জেরে রোববার রাতে বাসা থেকে ডেকে নিয়ে ইমনকে খুন করা হয়।

ওসি রাশেদুল হক জানান, “ইমন গরু পালন করতেন। গরু কেনার কথা বলে রাতে তাকে বাসা থেকে ডেকে বের করা হয়। নদীর পাড়ে স্লুইচ গেইটের কাছে ইমনের সাথে মারামারির ঘটনা ঘটে আসিফ ও রিয়াদের।

 “আহত অবস্থায় ইমন ও আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।”

ওসি রাশেদুল জানান, হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পেয়ে চিকিৎসাধীন আসিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ পাহারায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।