এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে কোশাব
এলাকায় সোমবার ভোরে তার মরদেহ পাওয়া যায় বলে রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির
পরির্দশক মিজানুর রহমান জানান।
নিহত সাইফুল ইসলাম (৩০) গাজীপুরের
কালীগঞ্জ উপজেলার বালিগঞ্জের নাজিম উদ্দিনের ছেলে।
ছিনতাই করতে গিয়ে তাকে হত্যা করা হয়ে
থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিবারের বরাতে পরিদর্শক মিজানুর
রহমান জানান, সাইফুল গাজীপুর বাসস্ট্যান্ড এলাকার একটি মাইক্রোবাস ভাড়ায় চালান।
রোববার সকালে তিনি গাজীপুর থেকে কুমিল্লায় যাত্রী নিয়ে যান। রাতে যাত্রী নামিয়ে দিয়ে
ফেরার কথা ছিল।
“পথে তিনি দুর্বৃত্তের কবলে পড়েন বলে
ধারণা করা হচ্ছে। গাড়িতে এক ব্যাক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে
খবর দেয়।”
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা একটি মামলা
করা হয়েছে।