ক্যাটাগরি

‘বেশি দামে’ মাংস বিক্রি, প্রতিবাদকারী ক্রেতাকে কুপিয়ে জখম

বাগেরহাট
মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, সোমবার বিকালে বাগেরহাট শহরের প্রধান
বাজারের একটি মাংসের দোকানে এই ঘটনার পর এক দোকান কর্মচারীকে পুলিশ আটক করেছে।

আহতরা হলেন জেলা
শহরের হাড়িখালী ও মাঝিডাঙ্গা এলাকার মো. লিটু (৩০), আব্দুর রাজ্জাক (৩৩) ও মো.
রহমত (২৭)। তারা তিন জনই পেশায় অ্যাম্বুলেন্স চালক। তাদের বাগেরহাট সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।

আটক
ইব্রাহীম মোল্লা (২২) বাগেরহাট শহরের নাগেরবাজারের আইয়ুব আলী মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীর
বরাত দিয়ে পুলিশ জানায়, বাজার এলাকার শহররক্ষা বাঁধে এমাদুলের মাংসের দোকান।
সোমবার বিকালে সেখানে প্রদর্শিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি নিয়ে
মো. লিটুর সঙ্গে কথাকাটাকাটি হয় দোকানির।

গ্রেপ্তার ইব্রাহীম মোল্লা

গ্রেপ্তার ইব্রাহীম মোল্লা

ওসি আজিজুল
ইসলাম বলেন, কথাকাটাকাটির মধ্যে ওই দোকানের লোকজন এই তিন জনকে লাঠিসোটা দিয়ে
পেটাতে শুরু করেন। এক পর্যায়ে একজন কর্মচারী লিটুকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন।
পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

হাসপাতালে
মো. লিটু সাংবাদিকদের বলেন, “ওই দোকানে মূল্য তালিকায় গরুর মাংসের কেজি (চর্বি
ছাড়া) ৬৫০ টাকা লেখা ছিল। কিন্তু আমরা কিনতে চাইলে দোকানি আমাদের কাছে ৭০০ টাকা
কেজি চায় চর্বিসহ। চার্টে লেখা মূল্যের চেয়ে বেশি নিলে চার্টের কী প্রয়োজন? এত
বেশি নিচ্ছেন কেন? এমন প্রশ্ন করলে দোকানি আমাদের উপর খেপে যায়। আমাদের সাথে বাজে
ব্যবহার শুরু করে। এক পর্যায়ে আমাদের গায়ে হাত তোলে। বাঁশের চলা দিয়ে পিটায়। এর এক
পর্যায়ে চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়।”

এ ঘটনায়
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি কেএম আজিজুল ইসলাম।