সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম।
তিনি বলেন, “এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।”
এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ চলচ্চিত্রে দেখা গেছে সিয়াম-পূজা জুটিকে।
সিয়াম বলেন, “অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।”
সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।
যেসব প্রেক্ষাগৃহে
স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা হল, সিলভার স্ক্রীন,মধুবন সিনেপ্লেক্স, বর্ষা সিনেমা, চন্দ্রিমা সিনেমা, নিউ মেট্রো, সিনেস্কোপ, ঝংকার সিনেমা, ছায়াবানী সিনেমা, শঙ্খ সিনেমা, লিবার্টি সিনেমা, সুগন্ধা সিনেমা, রূপকথা, মধুমতি, নবীন সিনেমা, মালঞ্চ সিনেমা, মাধবী সিনেমা, মেহেরপুর সিনেমা, সঙ্গীতা, রুটস সিনেক্লাব, পূর্বাশা সিনেমা, রাজমহল, মম ইন, রাধানাথ, ডায়মন্ড সিনেপ্লেক্স।