জেলার পাঁচবিবির চেচড়া
সীমান্তে মঙ্গলবার বিকালে বিজিবির হাটখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার মোজ্জামেল
হক বিএসএফকে মিষ্টি ও শুভেচ্ছাবার্তা পাঠান।
বিএসএফের গয়েশপুর ও চকগোপাল
ক্যাম্পের কমান্ডার এনপি প্রধান ও সারাবজিৎ সিং এ শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন।
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার
মোজ্জামেল হক বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে
দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে পরস্পরকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর
রীতি রয়েছে।
এতে দুদেশের সীমান্তরক্ষীদের
মধ্যে বোঝাপারা ভালো হবে বলে মনে করেন মোজাম্মেল।