মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে ইউক্রেইন ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করতে মোদী এ আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা ইউক্রেইনে অবিলম্বে যুদ্ধবিরতি করা এবং সংকট নিরসনে আলোচনা ও কূটনীতির পথ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
ভারতের প্রধানমন্ত্রী মোদী বিশেষ সফরে ইউরোপে রয়েছেন। তিন দেশের এই ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কে যান মোদী।
সেখানে দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ভারতীয় পত্রিকাগুলো জানিয়েছে, মঙ্গলবার মোদী জার্মানি থেকে কোপেনহেগেনে পৌঁছান।
সেখানে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তারা বৈঠক করেন। ইউক্রেইনসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়, দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং পারিস্পরিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দু’দেশের নেতা।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, “রাশিয়া-ইউক্রেইন সংকট নিয়ে ভারত অনেক আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পারস্পরিক মত বিনিময় এবং কূটনৈতিক আলোচনার পথেই সংকট সমাধানের আহ্বান জানাই আমরা।”
ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনও ইউক্রেইনে সংঘাত নিরসনের বিষয়টিতে ভারতের দিকে তাকিয়ে। তিনি চাইছেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বলুক ভারত।
ফ্রেডেরিকসেন বলেন, “আমার বার্তা খুবই স্পষ্ট। পুতিনকে যুদ্ধ বন্ধ করতে হবে। আমি আশা করব, ভারত এ ইস্যুতে রাশিয়াকে প্রভাবিত করবে”।
ডেনমার্ক সফর শেষে ফ্রান্সে সফরে যাওয়ার কথা রয়েছে মোদীর। বুধবার ফ্রান্স সফরকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন তিনি।