ক্যাটাগরি

খুলনায় জমির বিরোধে ভাইকে খুনের অভিযোগ

উপজেলা আদমপুর এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে তেরখাদা থানার ওসি জহুরুল আলম জনান।

মৃত বাবলু শেখ (৪২) ওই এলাকার রাইজোল শেখের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে ওসি জহুরুল জানান।

তিনি বলেন, “জমি নিয়ে বাবলুর সঙ্গে তার চাচাতো ভাই মুকুল শেখের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে মুকুল ধারাল অস্ত্র দিয়ে বাবলুকে আঘাত করে পালিয়ে যান।”

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।