ক্যাটাগরি

কক্সবাজারে বাস খাদে পড়ে নারী পর্যটকের মৃত্যু

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকালে উপজেলার চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শারমিন আক্তার (২৩) নারায়ণগঞ্জ জেলার মো. হৃদয়ের স্ত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি বলেন, “শারমিন তার স্বামীর সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ছয় যাত্রী আহত হন।    

“পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।”

আহতদের মধ্যে দুইজনতে ওই হাসপাতালে এবং বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।