ক্যাটাগরি

কক্সবাজারে সমুদ্রে ডুবে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

বুধবার দুপুরে তার
মৃত্যু হয় বলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট রেজাউল করিম জানান।

নিহেত মো. সাইফুল
(১৪) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

অসুস্থ মো. রায়হানকে
(১৪) কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল করিম সাংবাদিকদের
জানান, দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই দুই রোহিঙ্গা কিশোর গোসল করতে নেমে ডুবে যায়।
পরে ট্যুরিস্ট পুলিশ সৈকতের অন্য লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা
সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ দুই কিশোর একই ক্যাম্পের
বাসিন্দা বলে এই পুলিশ কর্মকর্তা জানান।