ক্যাটাগরি

প্রিয় শিল্পীর সঙ্গে আর দেখা হলো না ২ যুবকের

বুধবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী মহেশপুরের মদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২৭) এবং বাবর আলীর ছেলে সাগর (২৬)।

তারা দুজনই ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, এই দুই যুবক খ্যাতিমান সঙ্গীত শিল্পী মনির খানের সঙ্গে দেখা করতে মনির খানের গ্রামের বাড়ি মদনপুর যাচ্ছিলেন।

“মদনপুর পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।”

ওসি জানান, স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উত্তম কুমার তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ চৌগাছা হাসপাতালে রাখা আছে।

তারা দুই বন্ধু ঈদ আনন্দে ঘুরতে বের হয়েছিলেন বলে নিহত একজনের চাচাত ভাই আলতাফ হোসেন জানান।