ক্যাটাগরি

নোয়াখালীতে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান।

মৃত মো. ইউছুফ (৩২) ওই গ্রামের শরীয়ত উল্যার ছেলে।

প্রতক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বাড়ির জায়গা নিয়ে ইউসুফের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই সোহেল ও রুবেলের পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

ওই বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইউসুফের সঙ্গে তার চাচা নুরনবী এবং সোহেল ও রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল ও রুবেল ইউসুফকে মারধর এবং ছুরিকাঘাত করে ।

পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ইউসুফকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, ইউসুফের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছেন তারা।