ক্যাটাগরি

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি পাচ্ছে হোয়াইট হাউজ

বিবিসি জানিয়েছে, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর
থেকে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করে আসছিলেন ৪৪ বছর বয়সী জ্যঁ-পিয়ের।

তিনি বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির (৪৩) স্থলাভিসিক্ত
হচ্ছেন। আগামী সপ্তাহে ওই পদ থেকে বিদায় নিয়ে সাকি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম
এমএসএনবিসিতে।

সাধারণত হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে
আসেন প্রেস সেক্রেটারি, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ পদ।

বিদায়ের আগে জেন সাকি টুইটারে জ্যঁ-পিয়েরের সাফল্য কামনা করে
তার উত্তরসূরিকে ‘নৈতিক মূল্যবোধ সম্পন্ন’ একজন ‘চমৎকার নারী’ হিসেবে বর্ণনা করেছেন।

সাকি বলেন, “তার সাফল্য দেখার অপেক্ষায় আছি আমি, এই মঞ্চে তিনি
নিজস্ব ভঙ্গী, বুদ্ধিমত্তা আর গৌরব নিয়েই উপস্থিত হবেন।”

এর আগে এমএসএনবিসিতে একজন বিশ্লেষক হিসেবে কাজ করেছেন ক্যারিন
জ্যঁ-পিয়ের। তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে আছেন দুই দশক ধরে।

ক্যারিবীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মার্তিনিকে জন্ম নেওয়া জ্যঁ-পিয়ের
বড় হয়েছেন নিউ ইয়র্কের কুইনসে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে তিনি একজন
গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় উদারপন্থিদের একটি পরামর্শক
গোষ্ঠীর জাতীয় মুখপাত্র ছিলেন জ্যঁ-পিয়ের। হোয়াইট হাউজের প্রেস দলে যোগ দেওয়ার আগে
জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চিফ অব স্টাফ হিসেবেও কাজ করেছেন।

বিবিসি লিখেছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে একটি
গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির দায়িত্ব সামলাতে আসচেন ক্যারিন
জ্যঁ-পিয়ের।