ক্যাটাগরি

মোবাইলে ফিরছে ফোর্টনাইট

তবে মোবাইল ডিভাইসে গেইমটি বিনা খরচে খেলার সুযোগ পাবেন কেবল ‘এক্সবক্স ক্লাউড গেইমিং’ সেবার গ্রাহকরা।

ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমস এবং মাইক্রোসফট কর্পোরেশন গেইমটি নিয়ে নতুন অংশীদারিত্বের খবর জানিয়েছে বৃহস্পতিবার।

অ্যাপের অভ্যন্তরীণ লেনদেন নীতিমালা নিয়ে বিবাদের জেরে ২০২০ সালে অ্যাপ স্টোর থেকে গেইমটি মুছে দিয়েছিল অ্যাপল ও গুগল।

রয়টার্স জানিয়েছে, নির্মাতা এপিক গেইমসের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্কের উন্নতি হওয়ায় এখন পিসি গেইমাররা নিজস্ব ডিভাইসের ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে গেইমটি স্ট্রিম করতে পারবেন।

গত কয়েক বছর ধরে গেইমিং বাজারে প্রতিদ্বন্দ্বী সনির বিপরীতে শক্ত অবস্থান গড়ার চেষ্টা বাড়িয়েছে মাইক্রোসফট। এ বছরের শুরুতেই ছয় হাজার ৮৭০ কোটি ডলারে ‘কল অফ ডিউটি’ নির্মাতা ‘অ্যাকটিভিশন ব্লিজার্ড’ কেনার ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা।

রয়টার্স লিখেছে, ‘এক্সবক্স ক্লাউড গেইমিং’-এর মাধ্যমে ফোর্টনাইটকে মোবাইল প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার মাধ্যমে মাইক্রোসফট হয়ত আরও বেশি গেইমারকে নিজস্ব প্ল্যাটফর্মে আকৃষ্ট করতে পারবে।

মাইক্রোসফট এক ব্লগ পোস্টে বলেছে, “এক্সবক্স ক্লাউড গেইমিং সেবা যোগ হওয়া প্রথম ফ্রি-টু-প্লে গেইম ফোর্টনাইট। আমাদের চলমান ক্লাউড যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এক্সবক্সের ক্লাউড গেইমিং সেবা চালু হয় ২০২০ সালে। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২৬টি দেশে চালু আছে এ সেবা।

অন্যদিকে অ্যাপল অ্যাপ স্টোরের নীতিমালা নিয়ে বিভিন্ন সময়ে অ্যাপলের কঠোর সমালোচনা করেছে মাইক্রোসফট ও এপিক গেইমসহ বেশ কিছু প্রতিষ্ঠান। অ্যাপ স্টোর থেকে ডেভেলপারদের আয়ের ৩০ শতাংশ কেটে রাখত অ্যাপল। শেষ পর্যন্ত আদালতে গড়ায় ওই বিতর্ক।

অ্যাপলের বিরুদ্ধে মামলায় ছিলেন ফোর্টনাইট নির্মাতারাও। অ্যাপলের লেনদেন নীতিমালাকে প্রতিযোগিতাবিরোধী বলে অভিযোগ করেছিলেন তারা।

তবে আদালতের রায় ফোর্টনাইটের পক্ষে যায়নি। রায়ে আদালত বলেছে, কিছু অ্যাপ নির্মাতাকে কোম্পানির নিজস্ব লেনদেন ব্যবস্থা ব্যবহারে বাধ্য করা এবং ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার পেছনে যথাযথ কারণ আছে অ্যাপলের।