ঢাকা-বরিশাল
মহাসড়কে উপজেলার তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি কামরুল
ইসলাম জানান।
নিহত আশিক
মিয়া (২৬) মেহেরপুরের নিরবউদ্দিনের এবং শাহাদাৎ হোসেন (২৭) আরিফ হোসেনের ছেলে। তাদের
বাড়ি মেহেরপুরে।
ওসি বলেন,
কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে মেহেরপুর ফিরছিলেন এই দুই বন্ধু। সকাল সাড়ে ৯টার
দিকে তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে
আশিক ঘটনাস্থলে মারা যান।
“গুরুতর
আহত শাহাদাৎকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুর নেওয়ার পথেই শাহাদাতের মৃত্যু হয়।”