ক্যাটাগরি

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, মাসহ কলেজছাত্র নিহত

উপজেলার
বটতৈল বাইপাস সড়কে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের
পরিদর্শক ইদ্রিস আলী জানান।

নিহতরা
হলেন উপজেলার কবুরহাট গ্রামের বাসিন্দা নাজমূল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন (৪০) এবং
তাদের ছেলে ইমতিয়াজ হোসেন (১৯)।

ইমতিয়াজ
মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইসস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের
শিক্ষার্থী।

স্থানীয়দের
বরাতে পুলিশ পরিদর্শক বলেন, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে ইমতিয়াজ তার মাকে নিয়ে
কুষ্টিয়া শহর অভিমুখে যাচ্ছিলেন। পথে বটতৈল বাইপাস মোড়ে তিনি মোটরসাইকেলটি ঘোরানোর
চেষ্টা করেন। ওই সময় পাবনাগামী একটি ট্রাক মোটরসাকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
ইমতিয়াজ নিহত হন।

“আহত অঞ্জনা
খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়।”

ট্রাকটি
জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।