বৃহস্পতিবার
রাতে এ ঘটনার পর শুক্রবার তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তিন মাসের
ছেলে শিশুসহ দগ্ধদের বাকি দুজন নারী, যারা শাশুড়ি ও পুত্রবধু।
পরিবারটির
বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাতা গ্রামে।
ঢাকা মেডিকেল
কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, বর্তমানে শিশুসহ
তিনজন চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধ শিশুটির
বাবা জানান, গ্রামে নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার
দিকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা বাইরে থেকে এসিড জাতীয় পদার্থ ছুড়ে মেরে পালিয়ে
যায়। এতে তার একমাত্র ছেলের শরীরে প্রায় ১০ শতাংশ ঝলসে গেছে । অপর দুজনের হাতসহ শরীরের
কিছু অংশ ঝলসে গেছে।
প্রথমে
তাদের বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায়
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি
করা হয়।
কে বা কারা
ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে কিছু ধারণা করতে পারছেন না বলে জানান লোহার কারখানায় শ্রমিক
হিসেবে কর্মরত এ ব্যক্তি।