ক্যাটাগরি

ঢাকার রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় লেগুনা চুরমার, নিহত ১

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা
ঘটে।

মোহাম্মদপুর থানার এসআই লিটন মজুমদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী
লেগুনাটির সংঘর্ষ হয়।

স্থানীয়রাই আহত লেগুনাযাত্রীদের উদ্ধার
করে কাছে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই দুর্ঘটনায় লেগুনার একজন পুরুষ যাত্রী
নিহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক
বলেছিলেন।

তখন এসআই লিটন বলেছিলেন, “সিকদার মেডিকেল পুলিশ পাঠানো হয়েছে। হতাহত আসলে কতজন, সেখান থেকে তথ্য পাওয়া
যাবে।”