শুক্রবার রাতে
নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়ে বলে বটিয়াঘাটা থানার ওসি মো.
শাহজালাল জানান।
নিহত হালিম ফকিরের
(৩০) বাড়ি উপজেলার সুরখালী ইউনিয়নের সুরখালি বাজারে।
ওসি বলেন, “উপজেলার
সুরখালি বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় রাস্তার পাশে ভ্যান রাখাকে কেন্দ্র করে বাবুল
ফকিরের সঙ্গে তার ভাতিজা হালিম ফকিরের (৩০) বাককিতণ্ডা হয়। পরে বাবুল ফকির, তার স্ত্রী
আলেয়া বেগম, তার দুই মেয়ের জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুর মিলে হালিমকে লাঠিপেটা করেন।”
হাসপাতালে ভর্তি
করা হলে রাতেই তিনি মারা যান। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার
প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।