ক্যাটাগরি

নিম্নচাপের কারণে বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিম্নচাপ কেন্দ্রের
৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা
অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

দক্ষিণ বঙ্গোপসাগর
ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার বেলা ১২টার
দিকে নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিন আবহাওয়াবিদ
মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের
কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।   

যে কারণে চট্টগ্রাম,
কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা
হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে
অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে
আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে মানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো
হয়, নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৪২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার
থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা বন্দর থেকে ১৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ফাইল ছবি

ফাইল ছবি

এটি ঘণীভূত হয়ে
উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এপ্রিলের শেষভাগে তাপদাহের পর ঈদের
সময়ে ঝড়বৃষ্টির কারণে খানিকটা স্বস্তি এসেছে। কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি
এবার ঘূর্ণিঝড় হয়ে উঠতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, লঘুচাপটি
ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ধরে নিয়ে সে অনুযায়ী সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওই ঘূর্ণিবায়ুর
চক্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে তার নাম হবে ‘আসানি’। এটি শ্রীলঙ্কার দেওয়া নাম। আরব সাগর ও বঙ্গোপসাগরে
ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ।
এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম
ঠিক করা হয়।

মে মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে
পারে। এর মধ্যে এ মাসের প্রথম সপ্তাহে একটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের শঙ্কায় আগাম প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী