ক্যাটাগরি

দিনাজপুরে গাছের চাপায় শ্রমিকের মৃত্যু

উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্টিপাড়া গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার ওসি ওয়াহিদ ফেরদৌস জানান।

নিহত তাইজুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের বাঘাডুরি ভবানীপুর গ্রামের বাসিন্দা।

ইউপি সদস্য রায়হানুল ইসলাম বলেন, ষষ্টিপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের বাসার পাশের আকাশমনি বাগানের কয়েকটি গাছ ঝড়ে উপড়ে যায়। গাছগুলো তিনি বিক্রি করে দিলে শনিবার সকালে তিনজন শ্রমিক কেটে ট্রলিতে তুলছিল। দুপুরে একটি গাছের গুড়ি ট্রলিতে তোলার সময় হাত ফসকে তাইজুলের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহের সুরতহাল তৈরি করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।