চন্দনাইশ
উপজেলার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া এলাকায়
শনিবার রাতে ওই ঘটনার পর থেকে এম এ সাত্তার নামের ওই ব্যক্তি পলাতক বলে পুলিশ জানিয়েছে।
নিহত
রাজিয়া বেগমের বয়স ৬০ বছর। পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে এই দম্পতির।
পরিবারের
বরাত দিয়ে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাজিয়া ও সাত্তারের মধ্যে পারিবারিক
কলহ লেগে থাকত।
“এর
জেরে রাত ৮টার দিকে রাজিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার স্বামী। পিঠে ও হাতে গুরুতর
জখম হওয়ায় রাজিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে
তার মৃত্যু হয়।”
এ
ঘটনায় সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, “বৃদ্ধ সাত্তার পলাতক আছেন, তাকে
গ্রেপ্তারে অভিযান চলছে।”