ক্যাটাগরি

বাড়ি থেকে বেরিয়ে একসঙ্গে নিখোঁজ লক্ষ্মীপুরের ৪ কিশোরী

শনিবার রাত ১০টার দিকে চার কিশোরীর নানী পরিচয়ে এক বৃদ্ধা এ ব্যাপারে সাধারণ
ডায়েরি (জিডি) করেন বলে কমলনগর থানার ওসি মো. সোলাইমান জানান।

রোববার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার তদন্তে এরই
মধ্যে পুলিশ মাঠে নেমেছে। চার কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।”

পরিবার জানিয়েছে, চার কিশোরী পরষ্পরের আত্মীয়। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিজেদের গ্রাম থেকে চার কিশোরী একসঙ্গে শনিবার
সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালীর আন্ডারচর গ্রামে যাওয়ার উদ্দেশে বের হয়। তারা এক আত্মীয়ের
বাড়ি যাচ্ছিল। কিন্তু তারা সেখানে যায়নি।

তাদের বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।