মহামারীর এই দুঃসময়ে সাবেক ক্রিকেটার ও যারা দ্বিতীয় কোনো আয়ের ওপরও নির্ভরশীল, এমন ক্রিকেটারদের জন্য একটি জরুরি তহবিল চালু করেছে সংস্থাটি।
সরকারি সাহায্য আসার আগ পর্যন্ত সাবেক ক্রিকেটার ও ঘরোয়া নারী ক্রিকেটারদের এই তহবিল দুই হাজার থেকে আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত অনুদান অথবা ঋণ দিবে।
নিজেদের সামর্থ্যের জায়গায় থেকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টায় আছেন তারা, জানিয়েছেন এসিএ এর জেনারেল ম্যানেজার কেলি অ্যাপলবি।
“গত কয়েক সপ্তাহ ধরে আমরা কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি, যারা অনেক কষ্ট করে কাজটি করছে। যেখানে আমরা সহায়তা করতে পারি, সেখানে করার চেষ্টা করছি।”