এনএফটি মার্কেটপ্লেস ‘ওপেনসি’র ডিসকর্ড
চ্যানেলটির একটি ‘বট’ ঘোষণা দেয়, ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে এনএফটি মার্কেটপ্লেসটি
এবং একটি ‘ইউটিউব জেনেসিস মিন্ট পাস’-এর লিংকে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। সময়
শেষ হওয়ার আগে সেই লিংকে এক থেকে বিনামূল্যে একশটি এনএফটি পাওয়ার সুযোগ রয়েছে।
সাইবার অপরাধীরা প্রায়ই ‘ফিশিং ইমেইল’
পাঠিয়ে যেমন করে, এই বার্তায় ঠিক তেমনই ‘তাড়াহুড়োর প্রলোভন’ দেখিয়ে ব্যবহারকারীকে একটি
লিংকে প্রবেশ করতে বলছে আক্রমণকারী।
লিংকটিকে এখন ব্লকচেইন নিরাপত্তা
প্রতিষ্ঠান পেকশিল্ড ফিশিং সাইট হিসেবে ‘ফ্ল্যাগ’ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে
প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।
চুরি করা এনএফটি
ওপেনসি’র
ডিসকর্ড চ্যানেল থেকে ক্ষতিকর বার্তা মুছে ফেলা এবং ফিশিং সাইটটি সরানো হলেও এক ব্যবহারকারী
বলছেন, এ ঘটনায় তারা এনএফটি হারিয়েছেন। ব্লকচেইনে একটি ওয়েব ঠিকানা চিহ্নিত করা গেছে,
যেটি সম্ভবত দায়ী সাইবার অপরাধীদের।
‘ইথারস্ক্যানডটআইও’ বা ‘রারিবল’-এর মতো
অন্যান্য এনএফটি মার্কেটপ্লেসের খতিয়ান অনুসারে আক্রমণ চলাকালে ওই ওয়েব ঠিকানায় অন্তত
পাঁচজন ব্যবহারকারীর কাছ থেকে ১৩টি এনএফটি পাঠানো হয়েছে। সর্বশেষ মূল্য অনুসারে এসব
এনএফটি’র মোট মূল্য ১৮ হাজার ডলার। তবে, ডিসকর্ড চ্যানেলটি কীভাবে আক্রান্ত হয়েছে,
সেটি ব্যাখ্যা করেনি ওপেনসি।
“গত রাতে, এক আক্রমণকারী আমাদের ডিসকর্ড
চ্যানেলে কয়েকটি ‘ক্ষতিকারক লিংক’ পোস্ট করে।” –ভার্জকে এক বিবৃতিতে বলেছেন ওপেনসি
মুখপাত্র অ্যালি ম্যাক।
“এসব ক্ষতিকারক লিংক পোস্ট হওয়ার
পরপরই আমরা সেগুলো নজরে আনি এবং পরিস্থিতির প্রতিকারে অবিলম্বে পদক্ষেপ নিয়েছি। এর
মধ্যে রয়েছে ক্ষতিকারক বট ও অ্যাকাউন্ট সরানো।”
“প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, আক্রমণের
প্রভাব সীমিত ছিল।” – বলেছে ওপেনসি।