ক্যাটাগরি

করোনাভাইরাস: নিয়ম ভেঙে অনুতপ্ত মরিনিয়ো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্লাবরেকর্ড ট্রান্সফার ফিতে কেনা ফরাসি মিডফিল্ডার তঁগি দঁম্বেলের সঙ্গে অনুশীলন সেশনে নেতৃত্ব দিচ্ছেন মরিনিয়ো।

আরেক ছবিতে দেখা যাচ্ছে, লন্ডন পার্কেই দুই সতীর্থ দাভিনসন সানচেস ও রায়ান সেসেনিয়ন পাশাপাশি দৌড়াচ্ছেন।

দলের আরেক সদস্য সের্গে অরিয়েরের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, আরেকজনের পাশে গা গরম করছেন তিনি।

ফুটবলারদের সঙ্গে কথা বলে তাদেরকে করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনাগুলোকে মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘স্পার্স’ নামে পরিচিত ক্লাবটি।

ভুল মেনে নিয়েছেন মরিনিয়ো। সরকারের নির্দেশ অনুযায়ী চলার পরামর্শও দিয়েছেন এই পর্তুগিজ কোচ।

“আমি স্বীকার করছি, আমার কাজগুলো সরকার নির্দেশিত নিয়মে হয়নি। আমাদের অবশ্যই কেবল নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে হবে।”