শুক্রবার
দুপুরে তেঁতুলিয়া উপজেরার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের এ মোয়াজ্জিনকে পাঁচশ
টাকা জরিামান করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত
পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক।
সাজাপ্রাপ্ত
সবরাতু ইসলামের (৭৫) বাড়ি তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে।
ইউপি
চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের মসজিদের মাইকে
ঘোষণা দেন লবঙ্গ, আদা, গোলমরিচ ও কালোজিরা খেলে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হবেন না।
“এমন
গুজবে মাঝরাতেই লোকজন লবঙ্গ, আদা, গোলমরিচ ও কালোজিরা খেতে শুরু করে।”
পরে
বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানানো হয়।
শুক্রবার
দুপুরে ওই মোয়াজ্জিনকে ইউনিয়ন পরিষদে হাজির করা হয়। এ সময় তিনি তার ভুল বুঝতে পেরে
দুঃখ প্রকাশ করেন বলে জানান তিনি।
পরে
তাকে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচশ টাকা অর্থদণ্ড করে সতর্ক করা হয়।