গ্রেপ্তার আব্দুল হাকিম (৪০) ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। হাসপাতালের ২১৪ নম্বর (সার্জারি) ওয়ার্ডের এই
কর্মী বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ঢাকা মেডিকেল শাখার
সমজাকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে আছেন।
রোববার দুপুরে হাসপাতালের প্রধান গেইট থেকে ২৪
বাক্স সুতাভর্তি একটি ব্যাগসহ হাকিমকে আটক করা হয় বলে র্যাব-৩ অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, “এই সার্জিক্যাল সুতাগুলো অনেক ব্যয়বহুল,
কোভিডকালে জরুরি প্রয়োজনে বিদেশ থেকে সুতাগুলো আনা হয়েছিল। প্রতিটি সুতার দাম ৫
থেকে ৬শ টাকা। তার ব্যাগে এরকম পাঁচ শতাধিক সুতা পাওয়া গেছে।”
হাকিমের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় র্যাব তাকে থানায় হস্তান্তর করেছে বলে
ডিউটি অফিসার এসআই মানিক মিয়া জানিয়েছেন।