ক্যাটাগরি

কুমিল্লায় বগি লাইনচ্যুত, তিন পথে ট্রেন বন্ধ

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ
দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী
মজুমদার জানান।

সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন
লাকসাম রেলওয়ে জংশনে এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘তূর্ণা নিশিতা এক্সপ্রেস’
ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ ছাড়া আরও কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে রেলওয়ে
কর্তৃপক্ষ জানিয়েছে।

সকাল সোয়া ১০টায় লেয়াকত আলী মজুমদার বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী
মালবাহী ট্রেনটির মাঝখানের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। লাকসাম ও আখাউড়া রেলওয়ে
জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরই মধ্যে উদ্ধারকাজ
শুরু হয়েছে।

“আশা করছি, এক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”